ফাহিমা হোসাইন জুবলীর মনোনয়ন অবৈধ

315

বিএনপি নেত্রী ও ইডেন কলেজের সাবেক ছাত্রদল নেত্রী ফাহিমা হোসাইন জুবলীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করেছে ঢাকা জেলা রিটার্নিং অফিসার। আজ সকালে মনোনয়ন পত্র বাছাইয়ের সময় ফাহিমা হোসাইন জুবলির মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করে ঢাকা জেলা রিটার্নিং অফিসার। এই সময় ফাহিমা হোসাইন জুবলির প্রতিনিধি হিসাবে মনোনয়নপত্র বাছাই প্রকৃয়ায় অংশ নেন দোহার উপজেলা যুবদল নেতা সাজ্জাদ হোসাইন হিটু মোল্লা। তিনি নিউজ৩৯কে মনোনয়ন পত্র অবৈধ ঘোষনাকে কেন্দ্র করে বলেন, এই সরকার চায় না বিএনপি নির্বাচনে অংশ নিক। নির্বাচন কমিশনে পাঠানো বিএনপির চিঠিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষরের সাথে মনোনয়ন পত্রে সংযুক্ত করা ফাহিমা হোসাইন জুবলির বিএনপির মনোনয়ন পত্রের চিঠির সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষরের মিল না থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। আমরা উচ্চ আদালতে যাচ্ছি। উচ্চ আদালতের রায় সাথে নিয়ে এসেই আমরা এর মোকাবেলা করবো।

আপনার মতামত দিন