প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

240

নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধিঃ দোহার নবাবগঞ্জের প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার ঢাকার দোহার উপজেলায় এক রেস্টুরেন্টে ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস শিক্ষার্থীদের মাঝে এই চেক বিতরণ করেন।  দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেধাবী শিক্ষার্থীদের মাঝ চেক বিতরণ  করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। দুই উপজেলার ৪৮ শিক্ষার্থীদের মাঝে ১৪ হাজার টাকার চেক প্রদান ককরা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জান্নাতুল ফিরদাউস রূপা, আওয়াজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, বাংলাদেশ আইসিএমপিডি এর কান্ট্রি কো-অর্ডিনেটর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো.ইকরাম হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুন্নাহার খান,আওয়াজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  নাজমা আক্তার,আওয়াজ ফাউন্ডেশনের পরিচালক ানিসুর রহমান খান। স্বাগত বক্তব্যে জান্নাতুল ফিরদাউস রূপা বলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পক্ষ থেকে দোহার নবাবগন্জের ৪৮ জন  প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে এই চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো আলমগীর হোসেন বলেন, প্রবাসী কর্মীরা নিজের পরিবার ছেড়ে দুরদেশে গিয়ে উপার্জন করছেন। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। রেমিট্যান্স এর পরিমান ও দিন দিন বাড়ছে। তাদের সন্তানদের উচ্চশিক্ষায় যাতে কোন বাধা তৈরি না হয় তাই বর্তমান সরকার শিক্ষাবৃত্তি প্রদান করছে। এই শিক্ষাবৃত্তি প্রবাসী সন্তানদের লেখাপড়ার গতি অনেকগুন বাড়াবে বলে মনে করি।

আপনার মতামত দিন