নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স: অ্যাম্বুলেন্স আছে চালক নেই!

328
নবাবগঞ্জ

ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ছয় মাস ধরে অ্যাম্বুলেন্স চালক নেই। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। এ সুযোগে গড়ে উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্স সেবার সিণ্ডিকেট।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি অকেজো ছিল। পরে দুই বছর আগে (২০১৬ সালের ১২ ডিসেম্বর) নতুন একটি অ্যাম্বুলেন্স চালু করা হয়। তবে গত ছয় মাস ধরে অ্যাম্বুলেন্সটির চালক পদ শূন্য রয়েছে।

আব্দুল আলিম নামে এক রোগীর স্বজন বলেন, আমার ছেলেকে চিকিৎসক ঢাকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এখন বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছি। অনেক টাকা খরচ হচ্ছে। এটা আমাদের মতো গরিব মানুষের জন্য অনেক কষ্টকর।

নবাবগঞ্জ উপজেলার শোল্লা খতিয়া এলাকার তানিয়া আক্তার বলেন, আমার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেছে চিকিৎসক। সরকারি অ্যাম্বুলেন্সের চালক নেই। এখন কি করবো বুঝতে পারছি না। হাতে তেমন টাকাও নেই।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. শহীদুল ইসলামের এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখানে রোগীর অনেক চাপ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি দ্রুত শূন্যপদে দ্রত চালক নিয়োগ দেওয়া হবে।

আপনার মতামত দিন