নবাবগঞ্জে জাতীয় শোক দিবস পালন

119
নবাবগঞ্জে জাতীয় শোক দিবস পালন

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়ার মাধ্যমে শোক দিবস পালন শুরু হয়। পরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক র‌্যালি করেন। র‌্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

 

পরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা-১ আসনের এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল।

অন্য খবর  এতিমদের নিয়ে ইফতার করলেন শামীমা রাহিম শীলা

 

অনুষ্ঠানে সাবেক গণপরিষদ সদস্য সুবেদ আলী টিপু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ্ মো. আবু বকর ছিদ্দিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন