নবাবগঞ্জে জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সভা অনুষ্ঠিত

408

নবাবগঞ্জ উপজেলায় জঙ্গীবাদ,মাদক ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে নবাবগঞ্জ থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং সেল এর আয়োজন করেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। তিনি বলেন, জঙ্গীবাদ একটি ব্যাধিতে রুপ নিয়েছে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ থেকে পরিত্রাণের উপায় নেই। দেশের মঙ্গলার্থে আসুন সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলি। জঙ্গীবাদের মূল উৎপাটন করেন দেশের উন্নয়ন গতিশীলতা বজায় রাখি। তিনি আরো বলেন এবারও ঢাকা জেলায়  ১০০ টাকায় বিনিময় পুলিশের কন্সস্টবুল নিয়োগ দেয়া হবে।

আরো উপস্থিত ছিলেন সাবেক গণপরিষদ সদস্য আবু মো. সুবিদ আলী টিপু, সাবেক এমপি খন্দকার হারুনুর রশিদ, প্রবীন নেতা আজিজুর রহমান ফকু, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, মো. মোবারক হোসেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মানবেন্দ্র দত্ত, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, প্রেসক্লাব সভাপতি মো. ইব্রাহীম খলিল, শিক্ষক প্রতিনিধি মো. শাহআলম প্রমূখ।

অন্য খবর  জাতীয়করনের দাবীতে জয়পাড়া কলেজের সমাবেশ

 

আপনার মতামত দিন