নবাবগঞ্জে ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের বই বিতরণ

1091

শিক্ষা সুযোগ নয়-অধিকার’ শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলা নয়নশ্রী ইউনিয়ন ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২য় বারের মত দরিদ্রও মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে বিনা মুল্যে রেফারেন্স বই বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকালে নয়নশ্রী ইউনিয়নের তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়। সংগঠনটির পক্ষ থেকে ৫টি উচ্চ বিদ্যালয় ও ১ প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৭৯ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফাদার কুঞ্জন কুইয়া। হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিরাজুল ইসলাম প্রধান শিক্ষক বকচর উচ্চ বিদ্যালয়, সিস্টার মাসিয়া গমেজ প্রধান শিক্ষিকা সেন্টথেক্লাশ উচ্চ বালিকা বিদ্যালয়, অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও শিক্ষা সহায়ক মূলক সংগঠন। এই সংগঠন টি ছাত্র/ছাত্রীদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। নয়নশ্রী ইউপিকে নিরক্ষর মুক্ত করা এ ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দ্যেশ্য। বই বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি রঞ্জিত মন্ডল, সাইফুল ইসলাম মুকুল, আওলাদ হোসেন, বাবুল হোসেন (বাবু), সাধারন সম্পাদক মোজাফফর আহমেদ সিনিয়র ইংরেজী শিক্ষক খানেপুর উচ্চ বিদ্যালয়, যুগ্ন-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাগর, গিয়াস উদ্দিন শিকদার, অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন পবন, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন মোল্লা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, সহদেব মন্ডল, শাহ্‌জাহান মোল্লা, মিজানুর রহমান মিজান, মবজেল হোসেন, আবুল কালাম, আবুল হোসেন তোতা মিয়া, মোহাম্মদ আলী প্রমুখ।

আপনার মতামত দিন