ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যাঃ ঢাকা-নবাবগঞ্জ সড়ক অবরোধ

830
দোহারে প্রতিবন্ধীকে ধর্ষণ

ধর্ষণের শিকার স্কুলছাত্রী সেতু মলের আত্মহত্যার ঘটনার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আলাদা তিনটি স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সেতু মলের আত্মহননের ঘটনার বিচার দাবিতে বেলা ১১টার দিকে ঢাকা-নবাবগঞ্জ সড়কের গোয়ালখালী এলাকায় দৌলতপুর কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করে। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। এদিন দুপুর ১টার দিকে ঢাকা-নবাবগঞ্জ সড়কের খারশুর এলাকায় খারশুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। এ ছাড়া বিকেল ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় মানববন্ধন করে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ।

এর আগে এদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার সেতু মলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় সেতুর মা রেখা মল এই ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আপনার মতামত দিন