দোহার নবাবগঞ্জ কেরাণিগঞ্জে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

    1001

    জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক বিরোধী ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঢাকা বিভাগের অংশ হিসেবে ঢাকার দোহার-নবাবগঞ্জ-কেরাণিগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক এ মতবিনিময় সভা প্রর্দশন করা হয়।

    বুধবার সকাল ১১ টায় দোহারের জয়পাড়া মডেল স্কুল মাঠে ও নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ভিডিও কনফারেন্স প্রদর্শনীর আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রী ঢাকা জেলাসহ অন্য ১৩ টি জেলার সফল নারী উদ্যোক্তা, শিক্ষক, আলেম, ছাত্রছাত্রীসহ গ্রামের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের সাথে কথা বলেন। অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড প্রামাণ্য চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।

    এ সময় ঢাকা বিভাগের ৬১১১টি স্পটে ২০ লক্ষ মানুষের সাথে সরাসরি সংযোগ হোন। দোহারের প্রতিটি ইউনিয়ন পরিষদ, স্কুল, কলজে, মাদ্রাসা ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে এ ই কনফারেন্স সরাসরি উৎসব নিয়ে প্রদর্শিত হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আলমগির হোসেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম আল আমিন সহ স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষ ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    নবাবগঞ্জের ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান ১৪ টি ইউনিয়নের ২৮ স্পটে প্রায় ৫০ হাজার বিভিন্ন শ্রেণী-পেশার লোকে প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেন্স সরাসরি প্রদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমদ, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়াম্যান মহসীন রহমান আকবর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু,ঢাকা জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম, ওয়াহিদুজ্জামান রনি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহামেদ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, জাপানেতা জাহাঙ্গীর চৌকদার, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রমুখ।

    আপনার মতামত দিন