দোহার-নবাবগঞ্জ কলেজকে সরকারিকরণের দাবিতে বিক্ষোভ

1339

নবাবগঞ্জ উপজেলার ৫০ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দোহার-নবাবগঞ্জ কলেজকে সরকরিকরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজ গভর্নিংবডির সদস্যরা। শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিলটি দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে বের হয়ে উপজেলার প্রধান ফটকের সামনে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
শিক্ষার্থীরা তাদের প্রিয় কলেজকে সরকারিকরণের দাবিতে স্লোগান দিতে থাকে। এ সময় ঢাকা বান্দুরা আঞ্চলিক মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহম্মেদের নিকট একটি স্মারকলিপি পেশ করেন। পরে শিক্ষার্থীরা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, আমাদের কলেজের শিক্ষার মান, অবকাঠামো, খেলাধুলা, শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষকদের গুণগত মান থাকা সত্ত্বেও কি কারণে এটি সরকারিকরণ হয়নি। অথচ ৬ লাখ অধ্যুষিত জনগণের দীর্ঘ দিনের প্রাণের দাবি কলেজটিকে যেন দ্রুত সরকারিকরণ করা হয়।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহম্মেদ বলেন, প্রাচীনতম ঐতিহ্যবাহী দোহার নবাবগঞ্জ কলেজটি সকল অবকাঠামো থাকার পরও কি কারণে সরকারিকরণ হয়নি তা আমার জানা নাই। তবে আমার কর্মকালীন সময়ের মধ্যে সরকারিকরণের প্রয়োজনীয় সব ধরণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কলেজ সাবেক ভিপি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর ও সাবেক ভিপি ওয়াহিদুজ্জামান রনি প্রমুখ।

আপনার মতামত দিন