দোহার-নবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

587
সমবায় দিবস

‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেক সই উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন।

সকালে দোহার উপজেলা চত্তর থেকে র‍্যালী নিয়ে স্বাধীনতা চত্তর ঘুরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূইয়া এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, থানার ওসি শেখ সিরাজুল ইসলাম, সমবায় কর্মকর্তা রওশান আরা, অডিট অফিসার মো. হাসমত আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হান্নান মিয়া প্রমূখ।

অপরদিকে, নবাবগঞ্জ উপজেলা সদর কোর্ট বিল্ডিং মাঠ থেকে সমবায় দিবসের র‍্যালী বের হয়। পরে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহসান এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল আমীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আল-আমীন, সমবায় কর্মকর্তা আবু জাফর মিয়া, সহকারী পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন, মো. কামরুল হাসান প্রমূখ। পরে সফল উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত দিন