দোহার-নবাবগঞ্জের ১০ হাজার পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দেবে “মানবতার গাড়ী”

265

দোহার ও নবাবগঞ্জের ১০ হাজার পরিবার পাচ্ছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে রোযা উপলক্ষে ইফতার সামগ্রী। দুটি “মানবতার ভ্যানগাড়ি” ঘরে ঘরে পৌছে দিবে এসব ইফতার সামগ্রী।

শুক্রবার বিকেল ৫টায় দোহারের নয়াবাড়ি ও কুসুমহাটি ইউনিয়নের বিতরণের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

উদ্বোধনী অনুষ্ঠানে নির্মল রঞ্জন গুহ বলেন, আমাদের মানবতার নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ সময়ে স্বেচ্ছাসেবক লীগ সর্বাত্মকভাবে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এ দুর্যোগ মোকাবিলায় প্রতিটি গ্রাম, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলায় নেতাকর্মীরা মিলে সর্বাত্মকভাবে মানুষের পাশে দাড়াবো।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেছেন, দোহার ও নবাবগঞ্জে ইফতার সামগ্রী ঘরে ঘরে পৌছে দিতে দুটি “মানবতার ভ্যানগাড়ি” উদ্বোধন করা হলো। যা দেশের প্রতিটি প্রান্তে অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

সে সময় অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রবাসী কল্যান সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য আবু জাফর, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাহাবুব বেপারী, সহ-সভাপতি শফিক তালুকদার, সাংগঠনিক সম্পাদক অতুল সরকার জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক শেখ রুনু ইসলাম, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি টুটুল গুহ, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক হাবিব বেপারী প্রমুখ।

আপনার মতামত দিন