দোহারে ফায়ারসার্ভিসের অগ্নি নির্বাপনের মহড়া

206

ঢাকার দোহার উপজেলায় আজ মঙ্গলবার(২২শে সেপ্টেম্বর)আগুন লাগলে কিভাবে আগুন নিভানো যায় তার মহড়া করলেন ফাইয়ার সার্ভিস কর্মীরা। আগুন লাগলে কিভাবে সেটা নিয়ন্ত্রনে আনা যায় সেটারই প্র্যাক্টিকাল দেখিয়েছেন দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ। এসময় তিনি বলেন, আমরা যা যার দিক থেকে সচেতন থাকবো,আজ আমাদের অনেক কিছু জানা হলো ও শিখা হল,ফাইয়ার সার্ভিসদের আমরা সব সময় সহযোগীতা করবো,তাদের মহরা ধারাবাহিক ভাবে চলবে,ঢাকা জেলা ও দোহার ফাইয়ার সার্ভিস টিমদের ধন্যবাদ জানান।

ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক হাফিজুর রহমান বলেন, আগুন কি ভাবে নিভানো হয়, তা আমরা ধারাবাহিক ভাবে এ মহড়ার মাধ্যমে দেখাচ্ছি ও শিখিয়ে দিচ্ছি, এরই মধ্যে বিভিন্ন্য জায়গায় মহড়া করেছি,আইজি,সিআইজি,বিভিন্ন্য থানা ও দূত স্থাপনা গুলোতে এ মহড়া করেছি।

এসময় উপস্থিত ছিলেন,সিনিয়র স্টিসন অফিসার জহির,ফাইয়ার সার্ভিস এর সদস্য গন,উপজেলা সহকারি কমিশানার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র,সহ দোহার উপজেলার সকল কর্মকর্তা ও সাধারন মানুষ।

আপনার মতামত দিন