দোহারে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস

187
দোহারে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস

ঢাকার দোহার উপজেলায় মুকসুদপুর ইউনিয়নের বেথুয়া গ্রামে থেকে প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র মুকসুদপুরের বেথুয়া গ্রামের ফারুক হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ মিটার ইলিশ ধরার কারেন্ট জাল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ক ধারার অপরাধে ভ্রাম্যমাণ আদালত উদ্ধার করা কারেন্ট জাল জব্দ ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। জব্দকৃত কারেন্টজাল নারিশা ডাকবাংলোর সামনে ঘাটে অাগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময়ে আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা মৎস কর্মকর্তা লুৎফর নাহার।

আপনার মতামত দিন