দোহারে লাইসেন্স না থাকায় হোটেল ব্যবসায়ীদের অর্থদন্ড

494

মোঃআল-আমিন,নিউজ৩৯; দোহার প্রতিনিধিঃ দোহারের বিভিন্ন রেষ্টুরেন্টে হালনাগাদ লাইসেন্সের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২শে সেপ্টেম্বর) বিকেলে দোহার উপজেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

অভিযানের সময় হোটেল মালিকদের নিকট হালনাগাদ লাইসেন্স দেখতে চাওয়া হলে, হোটেল মালিকেরা তাদের প্রয়োজনীয় লাইসেন্সব নিবন্ধন ও নবায়ন দেখাতে পারেননি।

এসময় জয়পাড়া বাজারের জয়পাড়া চাইনিজ রেষ্টুরেন্টকে ৫ হাজার, চিলি চাইনিজকে ৫ হাজার, ক্যাপসিক্যাম রেষ্টুরেন্টকে ৫ হাজার, টপ ষ্টার রেষ্টুরেন্টকে ৩ হাজার, সাংহাই নাইট রেষ্টুরেন্টকে ৫ হাজার এবং সেন্টার ছিফ রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় ৬ রেষ্টুরেন্ট মালিককে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র রেষ্টুরেন্ট মালিকদের দ্রুত লাইসেন্স করার জন্য আগামি ৭ দিনের মধ্যে সকল কাগজপত্র ঠিক ও নবায়ন করতে বলেন।

আপনার মতামত দিন