দোহারে বেগম রোকেয়া দিবস ২০২০ পালিত

183
বেগম রোকেয়া দিবস

ঢাকার দোহার উপজেলায় বেগম রোকেয়া দিবস ২০২০ পালিত হয়েছে। বুধবার সকালে দোহার উপজেলা সভাকক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাহিমা বেগম প্রমুখ।

উল্লেখ্য, ৯ ডিসেম্বর ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের পথিকৃত মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবস । রংপুরের পায়রাবন্দের খোর্দমুরাদপুর গ্রামে ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। নারী জাগরণের এই পথিকৃত ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মারা গেলে তাকে সোদপুরে সমাহিত করা হয়।

আপনার মতামত দিন