দোহারে বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে র‍্যালী ও ইফতার মাহফিল

682

দোহারে বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে র‍্যালী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোহার ব্ল্যাড ব্যাংক নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়। গতকাল ১৪ জুন বুধবার বিকাল ৩ টায় দিবসটি উপলক্ষে একটি র‍্যালী বের করে উপজেলার বিভিন্ন সদক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ সভা কক্ষে ফিরে সংক্ষিপ্ত আলোচনার এবং ইফতার মাহিফলের মাধ্যমে শেষ হয়। সভায় বক্তরা বলেন, আমাদের এই সংগঠনটির প্রধান উদ্দেশ্য হলে রক্তদাতাদের ডেটাবেজ তৈরী করা। যার মাধ্যমে যে কেউ খুব সহজে রক্ত দরকার হলে যেন ডোনার পাওয়া যায়। দেশে বছরে প্রায় সাড়ে ৪ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এই রক্তের জন্য এখনও বড় নির্ভরতার জায়গায় হলো- নিজের পরিবারের সদস্য বা বন্ধুদের রক্তদানের ওপর। একসময় পেশাদার রক্তদাতার কাছ থেকে অর্থের বিনিময়ে উল্লেখযোগ্য পরিমাণ রক্ত সংগ্রহ হতো। তবে, সুখবর হলো- সাম্প্রতিক সময়ে স্বেচ্ছাসেবী বহু সংগঠন স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে নানা তৎপরতা অব্যাহত রাখায় পেশাদার রক্তাদাতাদের উপর নির্ভরতা কমে আসছে। অন্যদিকে, স্বেচ্ছায় কিংবা বিনামূল্যে রক্তদাতার সংখ্যা বাড়ছে। আমাদের সংগঠন বছরব্যাপি নানা কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানে জনগণকে উৎসাহিত করে যাচ্ছে। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য।

অন্য খবর  নবাবগঞ্জে কাপড়ের দোকানে ডাকাতি: নৈশপ্রহরী আহত

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা তৌহিদ রাসেল, নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানি, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের পিরিন্সিপাল , দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার মো, জসিম উদ্দিন, মেধুলা বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি কাজী রুবেল, নিউজ থার্টিনাইওনের সম্পাদক তারেক রাজীব, পদ্মা কলেজের শিক্ষক আলম্ফির হোসেন, বেগম আয়েশা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহমুদুল হাসান সুমন, আরো উপস্থিত ছিলেন অনিশা, তাজিন, সারা, নিশি, আফরোজা তাহমিনা, শোভন শিকদার, আশিক, শিপন মিয়া, মাসুদ আহমেদ, হিমেল, নাহিদ, বাদল, সিফাত প্রমূখ।

 

আপনার মতামত দিন