দোহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

341
দোহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকার দোহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ বালক ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ই জুন বিকেলে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে দোহারের নুরপুর মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় কুসুমহাটি ইউনিয়ন ও দোহার পৌরসভা মুখোমুখি হয়।

খেলায় কুসুমহাটি ইউনিয়ন দলের হয়ে সুব্রত রাজবংশীর একমাত্র গোলে দোহার পৌরসভাকে পরাজিত করে টুর্নামেন্টের ট্রফি জিতে নেয় কুসুমহাটি ইউনিয়ন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবুল বাশার এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মোঃ ইছাহাক ও সঞ্জয় বিশ্বাস। খেলাটির শুরু থেকে সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কুসুমহাটি ইউনিয়ন দলের অয়ন চক্রবর্তী।

দোহার উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট জ্যোতি বিকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফজলুর রহমান, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল,  জাফর ইকবাল লাভলু,সাইফুর রহমান টুটুল, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল খালেক, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, বিলাশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদ চোকদার, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাদের মন্ডল, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ সহ আরো অনেকে।

অন্য খবর  দোহারে শিক্ষকদের দাবিঃ শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে

আপনার মতামত দিন