দোহারে পুলিশের মাদক বিরোধী অভিযান; গ্রেফতার ৪

1603
দোহারে পুলিশের মাদক বিরোধী অভিযান

দোহারের সদ্য নিয়োগ প্রাপ্ত অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন দায়িত্ব গ্রহন করেই হুশিয়ারি দিয়েছিলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ব্যবস্থা নিবে দোহার থানা পুলিশ। সেই অনুযায়ী একের পর এক সফল মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে দোহার থানা পুলিশ।

তারই ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ১২টায় অভিযান পরিয়ালনা করে দোহার থানা পুলিশ। যাতে নেতৃত্ব দেন দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন।

এই সময় দোহার থানার এএসআই মো: সিদ্দিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় দোহার থানাধীন দক্ষিণ জয়পাড়া বাংলালিংক টাওয়ারের পূর্ব পাশে আটক  শহিদুল ইসলাম শহিদ (৪০) এর বসত বাড়ির নিজ বসত ঘরের ভিতরে হইতে ৫১৫ পুরিয়া হেরোইন ও ৬৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। শহিদ (৪০), পিতা-শেখ সোহরাব হোসেন, ০২। শহিদুল ইসলাম শহিদ (৪০), পিতা-বাচ্চু ভূইয়া, ৩। মো: সোহেল রানা (৩০), পিতা-মান্নান খান, ৪। আবুল কালাম (৪২), পিতা-আ: খালেক, গ্রাম-বটিয়া এদের গ্রেফতার করেন। এই বিষয়ে দোহার থানার মামলা নং-২২ তাং-২৯/০৯/১৮ খ্রিঃ ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিলের ১(খ)/৯(ক) রুজু করা হইয়াছে। মামলাটি তদন্তাধীন।

অন্য খবর  দোহার ব্লাড ব্যাংক ও বিডি ক্লিন এর উদ্যোগে ব্যতিক্রমী র‍্যালী অনুষ্ঠিত

আপনার মতামত দিন