দোহারে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপি কার্যক্রম শুরু

365

চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহারে মাসব্যাপি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় দোহার পৌরসভা সভা কক্ষে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. এহসানুল করিম। তিনি সভায় প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন দোহার পৌর মেয়র আব্দুর রহিম মিয়া। বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, পৌর প্রকৌশলী মশিউর রহমান, থানার ওসি সিরাজুল ইসলাম। এছাড়া সভায় পৌর কাউন্সিলর ও পৌরবাসিন্দারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মাসব্যাপি মশক নিধন কার্যক্রমে জনসচেতনতামূলক র‌্যালি বের করে পৌর কর্তৃপক্ষ। র‌্যালিটি প্রদান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত দিন