দোহারে করোনা রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড তৈরি

242
দোহারে নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত

থামছেই না কোভিড১৯ আক্রান্ত রোগীদের সংখ্যা। দিন দিন বেরে চলছে এ রোগ। সাধারন মানুষ ও মানছেন না স্বাস্থবিধি ও সরকার ঘোষিত লকডাউন।  তাই আস্তে আস্তে সারাদেশে বেড়ে যাচ্ছে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃত্যু।

সরকার নানান ধরনের নিয়মনিতি স্বাস্থবিধি ধারা অব্যাহত থাকলেও সারাদেশ ব্যাপী বাড়ছে কোভিড১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। তারই ধারাবাহিতায় নতুন রুপে সাজিয়ে নিচ্ছে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দোহারের তৃতীয় তলায় কোভিড ১৯ আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড বানানো হয়েছে। তাই নতুন ভবনের দ্বিতীয় তলায় টিকাদান কার্যক্রম নিচতলায় নিয়ে আসার জন্য সিদ্ধান্ত করা হয়েছে।

তাই আজ সকাল থেকে পুরুষ এবং মহিলা আলাদা কাউন্টার হবে। মহিলাদের ভ্যাকসিন দেওয়া হবে কমিউনিটি ক্লিনিক কনারে এবং পুরুষদের ভ্যাকসিন দেওয়া হবে পুরুষদের পাশেই। ১০৯ নম্বর রুম অবজারভেশন রুম হবে। নতুন ভবনের টিকাদান কার্যক্রম দ্বিতীয় তলায় সার্বিক কার্যক্রম বন্ধ।

সাময়িক অসুবিধার জন্য সকালের সহযোগিতা কামনা করছেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডা.জসিম উদ্দিন।

আপনার মতামত দিন