দোহারে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু, লাশ দাফন করলো স্বেচ্ছাসেবী দল

818

দোহারে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার(২৩জুলাই) দোহারের সুতারপাড়া ইউনিয়নের পশ্চিম সুতারপাড়া গ্রামের মোঃ হযরত বেপারী(৭০) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।

করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার স্বেচ্ছাসেবক টিম। এ নিয়ে দোহারে ৭ জন করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করলো তারা।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার অন্যতম সদস্য মাওলানা যুবায়ের আহমাদ সাকীকে ফোন করেন জনাব মোঃ রাজিব । তিনি জানান, দোহারের পশ্চিম সুতারপাড়া গ্রামে মোঃহযরত বেপারী (৭০) নামে একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। তাকে দাফনের ব্যবস্থা করতে হবে। তখনই স্বেচ্ছাসেবক টিম প্রধান তার টিমের সদস্যদের নিয়ে বন্যার পানি ডিঙ্গিয়ে মৃত ব্যক্তির গোসল, কাফন, জানাযা শেষ করে সুতারপাড়ার আল-আমিন কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করে।

আপনার মতামত দিন