মা ইলিশ রক্ষায় জিরো টলারেন্স দোহার প্রশাসন

179

ঢাকা দোহার উপজেলার বুধবার ভ্রাম্যমান অাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা, দোহার থানা পুলিশ বাহিনী ও মৎস কর্মকর্তা পিয়াংকা সাহার নেতৃত্বে নদীতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় (বুধবার) ৪ জন জেলেসহ ( ইউসুফ, সুমন, হাসেম, জামাল শেখ) প্রায় তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দকরা হয় এবং সে সাথে ১৬০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মা ইলিশ মাছ গুলো উপজেলার মধুরচর আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র মানুষের মাঝে ও ৬টি স্থানীয় এতিমখানায় বিতরণ করে দেওয়া হয় । ভ্রাম্যমান আদালত ৪ জেলেকে ১০দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠায়। পরে জব্দকৃত কারেন্ট জাল অাগুনে পুরিয়ে ধ্বংস করে হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন যে, পদ্মা নদীতে নিয়মিত অভিযান চলবে এবং যারা মা ইলিশ ধরবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন