দোহারের নতুন আকর্ষণ বাহ্রা বাঁধ

3062
দোহারের নতুন আকর্ষণ বাহ্রা বাঁধ

গত কয়েক বছরের ক্রমাগত ভাঙনে পদ্মা নদী ঢাকা জেলার দোহার উপজেলার বাহ্রা বাজারের অনেকটাই খেয়ে নিয়েছে। এলাকাবাসীর আন্দোলনে, দাবীতে বালির বস্তা দিয়ে তিন কিলোমিটারের বেশি একটা বাঁধ দেয়া হয়েছে। আর এতে সৃষ্টি হয়েছে দোহার ও আশেপাশের এলাকার মানুষের বেড়ানোর নতুন যায়গা। যেখানে কয়েকদিন আগেও ভাঙন আতংকে মানুষ দিন গুনত, সেখানে এখন হাসিখুসি পর্যটকের ভীর। বিশেষ করে এখানকার সূর্যাস্ত মানুষকে ভীষণ ভাবে আকৃষ্ট করে।

১# অনেকেই পরিবার নিয়ে ঘুরতে আসছেন

দোহারের নতুন আকর্ষণ বাহ্রা বাঁধ২# মেঘের আড়ালে ঢাকা পড়েছে সূর্য

মেঘের আড়ালে ঢাকা পড়েছে সূর্য৩# চোখজুড়ানো সূর্যাস্ত দেখতে চাইলে থাকতে হবে সন্ধ্যা পর্যন্ত

দোহারের নতুন আকর্ষণ বাহ্রা বাঁধ৪# এতো মানুষের চাপে এই বালির বস্তার বাঁধটির কোনো ক্ষতি হবে কিনা সেটা খতিয়ে দেখা উচিৎ

দোহারের নতুন আকর্ষণ বাহ্রা বাঁধ৫# নদীর কাছে, পানির কাছে

দোহারের নতুন আকর্ষণ বাহ্রা বাঁধ৬# বাঁধের পশ্চিম অংশ

দোহারের নতুন আকর্ষণ বাহ্রা বাঁধপেছনে ফিরে দেখা:

২০১২ সালের বাহ্রা ঘাট, ভাঙনে পদ্মা কাছে চলে এলেও তখনও অক্ষত ছিল বাহ্রা বাজার।

দোহারের নতুন আকর্ষণ বাহ্রা বাঁধবাহ্রা বাজারের উত্তর দিকের ভাঙন, ২০১২

দোহারের নতুন আকর্ষণ বাহ্রা বাঁধ

আপনার মতামত দিন