শীতের মওসুমে পুরো বাংলাদেশ জুড়ে নানা উপলক্ষ্যে ঐতিহ্যাবাহী গ্রাম্য মেলা হয়। কিন্তু বৈশাখী মেলা বিষয়টির প্রচলন থাকলেও তেমন একটা দেখা যায় না। পুরো দোহার ও নবাবগঞ্জের মধ্যে এই একটি মেলার খোজ পাওয়া যায়, নবাবগঞ্জের তুইতাল গ্রামে। কিন্তু এটি আসলে চৈত্রসংক্রান্তি মেলা। চৈত্র মাসের শেষ দিনকে কেন্দ্র করে এই মেলা বসে, অর্থাৎ বর্ষকে বরণ করতে নয়, পুরোনো বছরকে বিদায় দিতেই এই মেলা।

তুইতাল দূরবর্তী কিন্তু সুপরিচিত একটি গ্রাম। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে ইছামতির পাড় ঘেষে এর অবস্থান। শান্ত, মাঠ আর ছায়াঘেরা গ্রাম। এই গ্রামে নদীর পশ্চিম পাশে বেশ যায়গা নিয়ে চৈত্র মাসের শেষ সপ্তাহে বসে মেল, থাকে সপ্তাহ খানেক। পূর্বে তিন বা চারদিন হলেও এখন চাহিদার কারণে বেড়েছে ব্যপ্তি।

লেখা ও ছবি: পারভেজ রবিন
আপনার মতামত দিন