ঢাকা ১ আসনে মেনানয়ন বৈধ ৭, বাতিল ৫

328

আওয়ামী লীগের প্রার্থী সালমান ফজলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাড. সালমা ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কামাল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবিদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেকান্দার হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. করম আলী এবং বিকল্পধারার মো. জালাল উদ্দিনের মনোনয়ন পত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, বাতিল করা হয়েছে বিএনপির দুই প্রার্থী খোন্দকার আবু আশফাক ও ফাহিমা হোসাইন জুবলীর মনোনয়ন পত্র। জানা যায়, আবু আশফাকের উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগের কাগজপত্র নির্বাচন কমিশনে এসে না পৌছায় তাঁর মনোনয়ন পত্র বাতিল করা হয়। আর ফাহিমা হোসাইন জুবলীর মনোনয়ন পত্রটি বাতিল করা হয় স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারনে। একইসাথে জাকের পার্টির মো. সামসুদ্দিন আহম্মেদ, জাসদের আইয়ূব খান ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

আপনার মতামত দিন