ঢাকা জেলা সিভিল সার্জনের সাংবাদিক সম্মেলন

752
ঢাকা জেলা সিভিল সার্জনের সাংবাদিক সম্মেলন

আগামী ১৬ জুলাই সারাদেশ ব্যাপী জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঢাকা জেলা সিভিল সার্জনের উদ্যোগে ঢাকার দোহার নবাবগঞ্জ এবং কেরাণীগঞ্জ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে। বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আব্দুল মালেক মৃধা।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ভিটামিন ’এ’ প্লাস টিকা শিশুদের  দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ৬ মাস থেকে ১১ মাসের প্রতিটি শিশুকে ১টি করে নীল রংঙের ভিটামিন-এ ক্যাপসুল  এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত প্রতিটি শিশুকে  ১টি করে লাল রংঙের ভিটামিন-এ ক্যাপসুল  খাওয়ানো হবে।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জসিম উদ্দিন, কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রশিদ, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ডা.শহিদুল ইসলাম প্রমূখ।

আপনার মতামত দিন