টানা ২য় বার ঢাকা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সালমা ইসলাম

586

টানা ২য় বার ঢাকা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সালমা ইসলাম এমপি। যমুনা ফিউচার পার্কে শনিবার ডাকা জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি সাধারন সম্পাদক নির্বাচিত হন। । দায়িত্ব পালন করতে গিয়ে নেতাকর্মীদের অব্যাহত সহযোগিতা ও সমর্থন পাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘আজ একটি সুন্দর দিনে, একটি সুন্দর পরিবেশে ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা জানেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আমি ঢাকা-১ আসন (দোহার-নবাবগঞ্জ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে লাঙ্গলের বিজয় ছিনিয়ে এনেছি। এ সাফল্য শুধু আমার একার নয়। এ সাফল্য জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীর। সর্বোপরি আমার নেতা যোগ্য বলেই এ বিজয় অর্জন সম্ভব হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর থেকেই দোহার-নবাবগঞ্জে জাতীয় পার্টিকে সুসংগঠিত করে এলাকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দল থেকে অসংখ্য মানুষ জাতীয় পার্টিতে যোগদান করেছে। এই যোগদান প্রক্রিয়া আগামীতেও অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমি ঢাকা জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব নেয়ার পর কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সম্মেলন সফলভাবে সম্পন্ন করে দুটি শক্তিশালী কমিটি উপহার দিয়েছি। তাদের নেতৃত্বে ওই এলাকার জাতীয় পার্টি সুসংগঠিত হয়েছে। কিছুদিন আগে ধামরাই উপজেলা জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন করে একটি কমিটি গঠন করা
হয়েছে। আমি বিশ্বাস করি, খুব অল্প সময়ের মধ্যে ধামরাইয়ে জাতীয় পার্টি একটি শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে।’ অ্যাডভোকেট সালমা ইসলাম আরও বলেন, ‘৬৮ হাজার গ্রামের প্রতিটি প্রান্তে এরশাদের উন্নয়নের ছোঁয়া লেগে আছে। আমরা সবাই তার নেতৃত্বে সব ভেদাভেদ ভুলে জাতীয় পার্টিকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে যাব। দেশের মানুষ আজ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। একমাত্র জাতীয় পার্টিই পারে বাংলার খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে। তাই জাতীয় পার্টিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সম্মেলন সফল ও সুন্দরভাবে আয়োজন করায় অ্যাডভোকেট সালমা ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমান প্রেক্ষাপটে তার মতো নেতা বেশি প্রয়োজন। ৩শ’ আসনে অ্যাডভোকেট সালমা ইসলামের মতো নেতা থাকলে জাতীয় পার্টি চিরদিন ক্ষমতায় থাকবে। এবিএম রুহুল আমিন হাওলাদার আরও বলেন, অ্যাডভোকেট সালমা ইসলাম প্রতিদিনই তার নির্বাচনী এলাকায় ছুটে বেড়ান। মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। এ যুগে যা বিরল।

আপনার মতামত দিন