জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের ধ্বনি – সাবেক মন্ত্রী আঃ মান্নান খান

459

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এড আব্দুল মান্নান খান শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হয়ে বলেছেন, জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের ধ্বনি। এ মুক্তিযুদ্ধের ধ্বনি জয় বাংলাকে যারা অস্বীকার করে, যারা ধারণ করে না, উচ্চারণ করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আগামী নির্বাচন ডিসেম্বর থেকে আরেক ডিসেম্বর।’

তিনি আরও বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। আমাদের জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও সুমহান মর্যাদার দিন। বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরন করছি স্বাধীনতার স্বপ্ন-পুরুষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জীবন উৎসর্গকারী ও যুদ্ধাহত বীর সন্তানদের এবং সেইসব মা-বোনদের যাদের সম্ভ্রম ও আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।

দোহার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন  বেলা ১১টার দিকে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের নেতৃত্বে বিজয় র‍্যালী ও উপজেলা শহীদ বেদীতে পুস্পস্তবকের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী প্রদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক আলী আহসান খোকন, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন