জাতীয় “শিক্ষা প্রশিক্ষণ ব্যাবস্থাপনা প্রশিক্ষণে” শ্রেষ্ঠ পদ্মা কলেজের অধ্যক্ষ

197

রাহুল চক্রবর্তী/গাজী নাদিমঃজাতীয় শিক্ষা ব্যাবস্থাপনা একাডেমী নায়েক কর্তৃক আয়োজিত ২১ দিন ব্যাপী  “শিক্ষা প্রসাশন ব্যাবস্থাপনায়” একমাত্র অধ্যক্ষ হিসাবে এ+ পেয়ে শ্রেষ্ঠ হয়েছেন পদ্মা কলেজের অধ্যক্ষ জালাল হোসাইন। সারাদেশ থেকে বাছাইকৃত ৩১ জন প্রিন্সিপালের মাঝে তিনি এই শ্রেষ্টত্ব অর্জন করেন। এছাড়া কলেজের ক্ষেত্রে সহ-শিক্ষা কার্যক্রমের উপর প্রতিবেদনে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছে।

তার এই সাফল্যে পদ্মা কলেজ পরিবার তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

এ ব্যাপারে পদ্মা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জালাল হোসাইন বলেন, অভিজ্ঞতা, প্রজ্ঞা, পদ্মা কলেজের পরিবারের আস্থা ও সহযোগীতা আমাকে এই সাফল্য অর্জনে অনুপ্রাণিত করেছে।

তিনি সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মহান স্রষ্ঠা আল্লাহ সুবহানুতায়ালার নিকট শুকরিয়া জ্ঞাপন করেন।

কর্মশালায় নায়েমের ডিজি প্রফেসর ড. সৈয়দ মো: গোলাম ফারুক ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ ড. তাহমিনা বেগম উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন