জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে অনার্স ভর্তির আবেদন ১ সেপ্টেম্বর থেকে

102

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে। অনলাইনে এই আবেদন করা যাবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ভর্তির আবেদনও হবে একই সময়ে।

গত২০/০৮/২০১৮ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদের সভাপতিত্বে ভর্তি কমিটির সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়। ভর্তি শেষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১১ অক্টোবর। আর প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে ১৫ অক্টোবর। একই অথবা ভিন্ন শিক্ষাবর্ষে কোনো প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি বাতিল হবে।

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে স্নাতকে ভর্তি করা হয়।

আপনার মতামত দিন