জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন ২০২০ এর উদ্ভোধন

65
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন ২০২০ এর উদ্ভোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন বৃক্ষরোপণ-২০২০ এর  উদ্বোধন করেছেন।এ সময়ে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জ্যোতি বিকাশ চন্দ্র,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী,জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ এস এম খালেক ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

বৃক্ষরোপন উপলক্ষে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠান,উপজেলার বিভিন্ন দপ্তর ও উপজেলা আওয়ামিলীগের অঙ্গ-সংগঠনের কাছে ২০ হাজার ৩২৫ টি ফলজ,ঔষধি ও কাঠ গাছের চারা বিতরনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে সুজলা-সুফলা করার যে কার্যক্রম হাতে নেয়া হয়েছে তা চালিয়ে নিতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। তাই সরকারের কর্মসূচির সাথে একাত্ব হয়ে আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।

বৃক্ষরোপণ ২০২০ এ ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে।

আপনার মতামত দিন