মুকসুদপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আটক

238

দোহারে নাশকতার অভিযোগে ও জঙ্গীবাদে সম্পৃক্ততার অভিযোগে মুকসুদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো.আব্দুল হালিম(৫৫)কে আটক করেছে দোহার থানা পুলিশ। ১৩ জানুয়ারি রবিবার সন্ধ্যায় তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন জানান,নাশকতার অভিযোগে সাকে চেয়ারম্যান আব্দুল হালিমের বিরুদ্ধে দোহার থানায় তিনটি মামলার এজাহার নামীয় আসামী। এছাড়াও মৌড়া,ধীৎপুর এলাকায় বৃহৎ দুইটি মাদ্রাসায় জঙ্গী কাযক্রমের সম্পৃক্ততা থাকার অভিযোগ আছে।

সাবেক চেয়ারম্যান আব্দুল হালিমের স্বজনরা দাবী করেন তিনি সাবেক বিএনপির নেতা ব্যারিষ্টার নাজমুল হুদার অনুসারী ছিলেন তিনি। তার আমলে তিনি মুকসুদপুর ইউনিয়নের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন। তিনি বিএনপির সাথে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা দেন পুলিশ।

এ বিষয়ে দোহার থানার সেকেন্ড অফিসার সমেন মিত্র জানান, জঙ্গী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগটির বিষয়ে তদন্ত চলছে। তাছাড়াও সাবেক চেয়ারম্যান আব্দুল হালিমের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার দায়ে তিনটি মামলার এজাহারনামীয় আসামী।

আপনার মতামত দিন