জঙ্গি তৎপরতা অভিযোগে মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

486

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকার নবাবগঞ্জ উপজেলার মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফ উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। গত ৬ মার্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে অনুলিপি পাঠানো হয়েছে। প্রধান শিক্ষক শরাফ উদ্দিনের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধনী খোলা গ্রামের মো. আবদুল মজিদের পুত্র।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শরাফ উদ্দিন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তার বাড়ির ঠিকানায় এ বিষয়ে নোটিশ পাঠালেও কোনো জবাব আসেনি। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ খোঁজ নিয়ে জানতে পারে জঙ্গি তৎপরতার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ আমাদের সময়কে জানান, শরাফ উদ্দিন গোপনে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন। পরে সন্দেহজনকভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জামিনে বেরিয়ে বর্তমানে তিনি আত্মগোপনে আছেন। বিষয়টি জানার পর শরাফ উদ্দিনকে প্রধান শিক্ষকের পদ হতে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফাজ্জল হোসেন বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়েছে। দেশবিরোধী কর্মকাণ্ড ও জঙ্গি তৎপরতার অভিযোগে তাকে বিদ্যালয় কর্তৃপক্ষ বরখাস্ত করেছে। দ্রুত নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার কথা বলেছি।’

আপনার মতামত দিন