কেউ আমার কাছ থেকে কখনও খালি হাতে ফেরেননি: সালমা ইসলাম

280
সালমা ইসলাম

‘গত ১০ বছর ধরেই প্রতি সপ্তাহে ৩ দিন দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি এবং মানুষের সমস্যা সমাধানে কাজ করেছি। যিনি যখনই আমার কাছে এসেছেন, তার সঙ্গে দেখা করেছি, সমস্যা নিয়ে আসলে তার সমাধানের চেষ্টা করেছি। কেউ আমার কাছ থেকে কখনও খালি হাতে ফেরেননি। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে বরাবরের মতো আপনাদের সেবা করে যাব।’

বুধবার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুর, মালিকান্দা এবং বকসনগর ইউনিয়নের উত্তর চৌকিঘাটা ও দোহার পৌরসভার খাড়াকান্দায় গণসংযোগের সময় এসব কথা বলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অ্যাড. সালমা ইসলাম।

সালমা ইসলাম আরও বলেন, দোহার-নবাবগঞ্জ দীর্ঘদিন অবহেলিত ছিল। আমি সংসদ সদস্য হওয়ার পর উন্নয়ন কাজ শুরু করি। এলাকার সিংহভাগ সড়ক, সেতু, কালভার্ট ও অনেক বড় বড় সমস্যার সমাধান করেছি। এখনও কিছু সমস্যা রয়ে গেছে, আগামী ৩০ ডিসেম্বরের ভোটে মোটরগাড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে বাকি সব সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।

আপনার মতামত দিন