করোনায় আক্রান্ত নুরুল ইসলাম বাবুল

355
করোনায় আক্রান্ত নুরুল ইসলাম বাবুল

বাংলাদেশের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নুরুল ইসলাম বাবুলের স্ত্রী জাতীয় পার্টির ম‌নোনয়‌নে নির্বা‌চিত সংসদ সদস্য সালমা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নুরুল ইসলাম বাবুল বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নুরুল ইসলাম বাবুলের স্ত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট সালমা ইসলাম বলেন, এর আগে দুইবার তার করোনা টেস্ট করা হয়েছিল। কিন্তু তখন নেগেটিভ এসেছিল। গত পরশু তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে তিনি বমি করেছেন। পরে ক‌রোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। ১৭ জুন, বুধবার তা পজেটিভ এসেছে। এখন তিনি হাসপাতালে আছেন। তার জন্য আপনারা দোয়া করবেন। ডাক্তাররা বলেছেন, কিডনিতে ইনফেকশন হয়েছে।

উ‌ল্লেখ্য, যমুনা গ্রুপ বাংলাদেশে বৃহৎ শিল্প গ্রুপগুলোর একটি। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ উৎপাদন ও বাজারজাত করে এই গ্রুপটি।  এছাড়া যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানাও রয়েছে এই গ্রুপের।

আপনার মতামত দিন