ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশ উন্নত হবে: মধুরখোলায় নাজমুল হুদা

799
ব্যারিস্টার নাজমুল হুদা
ব্যারিস্টার নাজমুল হুদা - ফাইল ফটো

ঢাকা জেলার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মধুখোলা এলাকায় গত শুক্রবার আজমেরি ওয়াইফাই ইন্টারনেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তৃনমূল বিএনপি’র সভাপতি ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, “হরতাল দিয়ে দেশ ও মানুষের উন্নয়ন করা সম্ভব নয়। আমি আমার রাজনৈতিক জীবনে হরতালকে সমর্থন করি নাই কখনো করবো না। বাংলাদেশের ১৬ কোটি মানুষ যদি একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে এদেশকে গরে তুলতে পারতো তাহলে বিশ্বের মানচিত্রে এইদেশ সবচেয়ে শীর্ষে থাকতো সে ব্যাপারে আমার কোন সন্দেহ নাই। দুই নেত্রীর সদিচ্ছার অভাবে দেশ আজ এত পিছিয়ে।”

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান খোকা, মোয়াজ্জেম হোসেন, মিলন ও মোতালেব হোসেন প্রমুখ।

আপনার মতামত দিন