ইতিহাসের এই দিনে: ২৬ জুন

585
ইতিহাসের এই দিনে

২৬ জুন : বছরের ১৭৮ তম দিন (অধিবর্ষে)

১৫৩৯: চৌসারের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হন।

১৫৪১: স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো পিজারো পেরু’র লিমা’য় তার দিয়েগো আলমাগ্রো’র ছেলে কর্তৃক নিহত হন। ইনকা সম্রাট আতাহুয়ালপা’কে অন্যায়ভাবে হত্যা করে ইনকা সাম্রাজ্য স্পেনের দখলে আনেন।

১৯৪৫: সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।

১৯৬০: মাদাগাস্কার ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬০: আফৃকার দেশ সোমালিল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে। দেশটি কার্যত স্বাধীন, যদিও এখনো অন্য কোনো দেশের স্বীকৃতি পায় নি। এটি সোমালিয়ার অংশ হিসেবে স্বীকৃত।

১৯৯৫: হামিদ বিন খালিফা আল থানি রক্তপাতহীন এক অভ্যূত্থানানে তার পিতা কাতারের আমীর খালিফি বিন হামাদ আল থানি’কে ক্ষমতা থেকে সরিয়ে দেন।

জন্ম:

১৮৩৮: পশ্চিম বঙ্গের নৈহাটিতে লেখক ও সাংবাদিক বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম।

১৯৮৭: ফ্রান্সের ফুটবলার সামির নাসরির জন্ম।

মৃত্যু:

১৯৯৪: লেখক জাহানারা ইমামের মৃত্যু।

২০০৪: ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধ সময়ের রেডিও অনুষ্ঠান চরমপত্রখ্যাত এম আর আখতার মুকুলের ইন্তেকাল।

আজ:

রোমানিয়ায় পতাকা দিবস।

আপনার মতামত দিন