আবু আসফাককে অপসারণের দাবি

550
সংবাদ

ঢাকার নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাকসহ সরকারি কতিপয় কর্মকর্তার অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে নবাবগঞ্জ প্রেসকাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের অফিস সহায়ক পদে দুই কর্মচারী নিয়োগসহ উন্নয়ন বরাদ্দে অনিয়মের অভিযোগে এ  সংবাদ সম্মেলন করা হয়।

উপজেলা পরিষদের সদস্যদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমোর রহমান খান পিয়ারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল, ইউপি চেয়ারম্যান সুবেদুজ্জামান সুবেদ, মোতাহার হোসেন, পলাশ চৌধুরী, নন্দলাল সিং, ফজলুল হক ফজল, সংরক্ষিত সদস্য সেলিনা আক্তার রেজিয়া, মনোয়ারা মান্নান ও রেহানা পারভীন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন