আজ ২০ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

1131
ইতিহাসের এই দিনে

আজ ২০ ফেব্রুয়ারি। ইতিহাসের এই দিনে ঘটেছিল অনেক ঘটনা। নিউজ ৩৯ তা তুলে ধরছে পাঠকদের কাছে।

ঘটনা:

১৭০৭: সম্রাট আওরঙ্গজেবের ইন্তেকাল করেন।

১৮১১: অস্ট্রিয়া নিজেকে দেউলিয়া ঘোষণা করে।

১৯০১: মিশরের বিপ্লবী নেতা এবং প্রজাতন্ত্র মিশরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নগীব জন্মগ্রহণ করেন।

১৯০৬: উত্তর নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু

১৯৭৬: সিয়াটো বা সাউথ এশিয়া ট্রিটি অরগানাইজেশন ভেঙ্গে দেয়া হয়।

১৯৭৬: একুশে পদক প্রবর্তন করা হয়।

১৯৮৬: ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে স্থল পথে যোগাযোগের পরিকল্পনা ঘোষণা করা হয়।

আপনার মতামত দিন