সৌদি আরবের রাজকীয় মেহমান হিসেবে পবিত্র ওমরাহ পালন করলেন ঢাকা-১ এর নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার ২৬ জানুয়ারি ২০১৮ তারিখে সালমান এফ রহমানের একান্ত ব্যক্তিগত সচিব মুসফিকুর রহমান লিমন নিউজ৩৯কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে রাজকীয় মেহমান হিসেবে পবিত্র ওমরাহ পালন করেছেন। রোববার (২৭ জানুয়ারি) মহানবী হযরত মোহাম্মদ (স:) এর পবিত্র রওজা মোবারক জিয়ারতের উদ্যেশে মদিনায় যাবেন। সফর কালে তিনি মক্কার রয়েল প্যালেসে অবস্থান করেছেন।
আগামী ২৯ জানুয়ারি রাতে সালমান এফ রহমানের দেশে ফিরার কথা রয়েছে বলেও তিনি জানান।