ছবিঘর পদ্মা নদীর ভাঙন নভেম্বর 11, 2015 2467 Facebook Viber Twitter Google+ Email WhatsApp LINE Padma Erosion 1 of 7 এই গৃহস্ত কল্পনা করতে পারেন নি পদ্মা এখানে চলে আসবে, তার অনেক কষ্টের জামানো টাকায় নতুন বাড়ী এভাবে চলে যাবে। দুয়ারে পদ্মা, আর আছে শুধু বসতচিহ্ন। তখনও এই জানালা দিয়ে আকাশ দেখা যেত, হয়তো দেখা যেত ফলের গাছ, প্রতিবেশির বাড়ি, হয়তো বাগান, কিন্তু এখন এখানে বিনাশী জলরাশি, পদ্মা নদী। এই বৃদ্ধ আজ শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে পারেন, এখানেই হারিয়েছেন তার যুগযুগান্তের আবাস। কয়েক কিলোমিটার দূরে ছিল পদ্মা নদী। কয়েক বছরের ভাঙনে তা একেবারে গ্রামের ভেতরে এসে ঠেকেছে। ব্যাকরণ ঠিক নেই, কিন্তু বুঝতে অসুবিধা হয় না পিঁড়ির লেখায় মেহমানকে স্বাগত জানানো হয়েছে। ঘর হারিয়ে বাড়ীর মেজবানকেই অন্য কোথাও মেহমান হতে হয়েছে। Comments comments