32 C
Dohar
বুধবার, নভেম্বর 13, 2019
প্রথম পাতা নবাবগঞ্জ

নবাবগঞ্জ

নবাবগঞ্জ ঢাকা জেলার একটি উপজেলা। বুড়িগঙ্গা নদীর দক্ষিণে কেরাণীগঞ্জের পরে এর অবস্থান। ২৪৪.৮১ বর্গ কি.মি. আয়তনের নবাবগঞ্জের দক্ষিণে দোহার উপজেলা, উত্তরে সিঙ্গাইর উপজেলা, পূর্বে কেরানীগঞ্জ, সিরাজদিখাঁন ও শ্রীনগর উপজেলা, পশ্চিমে হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলা। এর মঝ দিয়ে বয়ে গেছে ইছামতি ও কালিগঙ্গা নদী। বিখ্যাত আড়িয়াল বিলের কিছু অংশ পড়েছে নবাবগঞ্জে। জনসংখ্যা ২৯৬৬০৫ জন। নবাবগঞ্জ থানা গঠিত হয় ১৮৭৪ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। দোহার উপজেলা ও নবাবগঞ্জ উপজেলা মিলে সংসদীয় আসন ঢাকা-১ গঠিত হয়েছে। সালমা ইসলাম বর্তমান সংসদ সদস্য। ইছামতির পাড়ে বান্দুরা ও কলাকোপা ঐতিহাসিক স্থান। কলাকোপা উনবিংশ ও বিংশ শতকের গোড়ার দিকে উন্নত শহর ছিল।

No posts to display