তারেক মুহাম্মদঃ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মামুন চৌধুরী সেন্টু সোমবার রাত ৮.৩০ টায় ঢাকা জেলার নবাবগঞ্জের আগলা মাছপাড়ায় নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৩ কণ্যা রেখে গিয়েছেন।
তার মৃত্যুতে ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগে শোকের ছায়া নেমে এসেছে।
এক শোক বার্তায় স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, মামুন চৌধুরী সেন্টু একজন সৎ, দক্ষ, নিষ্ঠাবান ও উদ্যমী কর্মি ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করছি।
Comments
