এনআরবি ব্যাংকের পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক ইন্সপেকটর জেনারেল অব রেজিস্ট্রেশন(আইজিআর) ও দোহারের কৃতি সন্তান ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান। এনআরবি ব্যাংকের পরিচালক নির্বাচিত হওয়ার আগে বর্নাঢ্য এক কর্ম জীবন কাটিয়েছেন ড.খান মোহাম্মদ আব্দুল মান্নানের। ছাত্র অবস্থায় যোগ দিয়েছিলেন মহান স্বাধীনতা যুদ্ধে। লড়াই করেছেন সম্মুখ সমরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করার পর আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ থেকে তার ডক্টরেট সম্পন্ন করেন। এবং ১৯৯২ সালে ইতালির রোমের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল ইন্সিটিটিউট থেকে ডেভেলমেন্ট ল কোর্স সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি ঝিনাইদহের ডিস্ট্রিক্ট ও সেশন জাজ হিসাবে দায়িত্ব পালন করে ডেপুটি ইন্সপেকটর জেনারেল অব রেজিস্ট্রেশনে যোগ দেন। এই বিভাগ থেকেই তিনি অবসর গ্রহন করেন। কর্মজীবনের বাইরেও তিনি বাংলাদেশ জিডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং সদ্য সরকারি করন হওয়া পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
প্রথম পাতা অথনীতি
আজকের আবহাওয়া
Dohār
haze
28
°
C
28
°
28
°
54 %
5.1kmh
0 %
বৃহস্পতি
34
°
শুক্র
37
°
শনি
37
°
রবি
34
°
সোম
35
°